
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নতুন সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার ফারুক আহমেদ এবং বরিশাল বিভাগের প্রতিনিধি সাখাওয়াত হোসেন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন।
গত বছর আওয়ামী লীগের পতনের পর বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ। তবে বিপিএলের পেমেন্ট ইস্যুসহ নানা বিতর্কের জেরে তাকে পদ ছাড়তে হয়েছিল। এবার নির্বাচনে অংশ নিয়ে তিনি আবারও বোর্ডে ফিরলেন সহসভাপতি হিসেবে।
অন্যদিকে সাখাওয়াত হোসেন, যিনি ক্যাটাগরি–১ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন, তিনি এর আগে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পর্যটন খাতের বিশিষ্ট উদ্যোক্তা হিসেবেও তিনি পরিচিত।
বিসিবির নির্বাচনে সভাপতির পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল।
নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনয়ন পেয়েছেন আরও দুইজন- এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আসিক।
ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগীয় কোটা)
এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন- আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মোখলেসুর রহমান, হাসানুজ্জামান, রাহাত শামস ও সাখাওয়াত হোসেন।
ক্যাটাগরি–২ (ঢাকার ক্লাব কোটা)
৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ পরিচালক নির্বাচিত হন- ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেক, আদনান রহমান (দীপন), ফায়াজুর রহমান, আবুল বাশার, শাহনিয়ান তানিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, আমজাদ হোসেন, মনজুর আলম, ইফতেখার আহমেদ মিঠু ও মেহরব আলম চৌধুরী।
ক্যাটাগরি–৩ (বিশ্ববিদ্যালয় ও সংস্থা)
৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি এ ক্যাটাগরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত প্রার্থী দেবব্রত পালকে পরাজিত করেন।
সব মিলিয়ে মোট ২৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। তাদের ভোটেই আগামী তিন বছরের জন্য বিসিবি সভাপতি ও দুই সহসভাপতি দায়িত্ব পালন করবেন।




























