
সাত গোলের রোমাঞ্চে শেষ মুহূর্তে হেরে গেল বাংলাদেশ
একটি–দুটি নয়, পুরো ম্যাচে হলো সাতটি গোল। টানটান উত্তেজনায় ভরপুর এই ম্যাচে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। হামজা চৌধুরীর গোলে শুরুতে লিড নেয় লাল–সবুজের দল। কিন্তু শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি জাভি কাবরেরার শিষ্যরা। রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তে গোল হজম করে ৪–৩ ব্যবধানে হংকংয়ের কাছে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই পরাজয়ের মধ্য দিয়ে এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনাও শেষ হয়ে গেল জামাল ভূঁইয়া–হামজা চৌধুরীদের।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় বাংলাদেশ। তবে প্রথমার্ধের শেষ দিকে হংকং সমতায় ফেরে। বিরতির পর দুই দলই পাল্টাপাল্টি আক্রমণে ব্যস্ত থাকে। গোল আসে একের পর এক, কিন্তু ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। ম্যাচের একেবারে শেষ দিকে হংকংয়ের গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের হার।

সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে খেলার আশা জিইয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। তবে শেষ মুহূর্তের হারের কারণে সেই স্বপ্নেও এখন পড়েছে বড় ধাক্কা। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে এশিয়ান কাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল করলো হংকং।





























