শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৯ অক্টোবর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শেয়ার

ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন লন্ডন ফেরত যাত্রী


osmani-airportলন্ডন থেকে সিলেটগামী বিমানে ঘটে গেছে এক অভূতপূর্ব ঘটনা। বিমানের ভেতরে উত্তেজিত হয়ে সামনের আসনের মনিটরে ঘুসি মেরে তা ভেঙে ফেলেছেন এক যাত্রী। এ ঘটনায় তাকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ওই যাত্রীকে আটক করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক আলমগীর হোসেন জানান, অভিযুক্ত যাত্রীর নাম মো. শওকত আলী, যিনি ব্রিটিশ পাসপোর্টধারী এবং মৌলভীবাজারের বাসিন্দা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি।

বিমানবন্দর সূত্রে জানা যায়, যাত্রাপথে কোনো এক পর্যায়ে শওকত আলী উত্তেজিত হয়ে সামনের আসনের মনিটরে ঘুসি মারেন, এতে মনিটরটি ভেঙে যায়। বিষয়টি ক্রু সদস্যদের নজরে এলে অবতরণের পরই বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটক করে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যাত্রী মদ্যপ ছিলেন। তিনি বিমানে ওঠার পর থেকেই সহযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে মারমুখী আচরণ শুরু করেন। নিয়ন্ত্রণে আনতে না পেরে অন্য যাত্রীরা তাকে দড়ি দিয়ে নিজের আসনের সঙ্গে বেঁধে রাখেন। এরপর তিনি নারী ক্রুদের গালাগাল করেন এবং ২৭-সি আসনের মনিটরে ঘুসি মারেন।

বিমানবন্দর পরিচালক হাফিজ আহমদ জানান, অভিযুক্ত যাত্রী বর্তমানে ভ্রাম্যমাণ আদালতের হেফাজতে রয়েছেন এবং ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন। তবে তার পরিবারের সদস্যরা এখনো জরিমানার টাকা আনেননি।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এমদাদুল হক শরীফ ওই যাত্রীকে ১১ লাখ টাকা জরিমানা করেন। যাত্রীর পরিবারের পক্ষ থেকে এখনো জরিমানা পরিশোধ না করায় তিনি আদালতের হেফাজতেই রয়েছেন বলে জানিয়েছেন বিমান কর্তৃপক্ষ।