শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১০ অক্টোবর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
শেয়ার

ভাঙা রাস্তায় মাছ ছেড়ে হাসনাত আবদুল্লাহর অভিনব প্রতিবাদ


Fish

হাসনাত আবদুল্লাহ সড়কের পানিতে পলিথিনের প্যাকেট থেকে মাছের পোনা ছেড়ে দেন

কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কের বেহাল দশা তুলে ধরতে এক ভিন্নধর্মী উপায়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে তিনি দেবিদ্বার উপজেলার কাচিসার এলাকায় গণসংযোগে গিয়ে ক্ষতবিক্ষত সড়কের গর্তে জমে থাকা পানিতে মাছের পোনা ছেড়ে দেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই আলোচনায় আসে। ভিডিওতে দেখা যায়, বৃষ্টির পানিতে সড়কের অসংখ্য গর্তে জলাবদ্ধতা তৈরি হয়েছে। হাসনাত আবদুল্লাহ সেই পানিতে পলিথিনের প্যাকেট থেকে মাছের পোনা ছেড়ে দেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও তাঁর সঙ্গে যোগ দিয়ে প্রতিবাদে অংশ নেন।

স্থানীয়রা জানান, দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুই উপজেলার যোগাযোগের পথ নয়, বরং এটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কেরও সংযোগ সড়ক। প্রায় সাড়ে ১৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় গর্ত, খানাখন্দ ও জলাবদ্ধতায় প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। দুর্ঘটনাও ঘটছে প্রায়ই।

প্রতিবাদ জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এই রাস্তায় প্রতিদিন মানুষ কষ্ট পাচ্ছে, দুর্ঘটনায় প্রাণও হারাচ্ছে। কয়েক দিন আগে এক তরুণ মারা গেছে এই সড়কে। যদি সড়ক মেরামত না করা হয়, তাহলে অন্তত এখানে মাছ চাষ করা যাক। মানুষ অন্তত মাছ খেতে পারবে!

তিনি আরও বলেন, দেবিদ্বারের রাস্তা এখন এমন অবস্থায় পৌঁছেছে যে, মাছ ছাড়লেও টিকে থাকবে। আমি মাছ ছেড়েছি, আপনারাও ছাড়ুন—হয়তো তাতেই এই সড়কের দিকে কর্তৃপক্ষের দৃষ্টি পড়বে।