
ছবি: সংগৃহীত
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে প্রীতি ম্যাচে মাঠে নেমে দারুণ শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এশিয়ান সফরের প্রথম ম্যাচেই গোলের বন্যা বইয়ে দিয়েছে সেলেসাওরা।
শুক্রবার (১০ অক্টোবর) সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। দলের হয়ে জোড়া গোল করেছেন এস্তেভাও ও রদ্রিগো। আর একটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল ব্রাজিল। ১৩তম মিনিটে ব্রুনো গুইমারেসের নিখুঁত পাস থেকে গোলের সূচনা করেন এস্তেভাও। বিরতির আগেই রদ্রিগোর দুর্দান্ত শটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা।
বিরতি থেকে ফিরে আরও আগ্রাসী হয় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে আবারও গোল করেন এস্তেভাও, আর ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন রদ্রিগো। শেষদিকে ৭৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে একক প্রচেষ্টায় গোল করে ম্যাচের সমাপ্তি টানেন ভিনিসিয়ুস জুনিয়র।





























