রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১১ অক্টোবর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
শেয়ার

নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের মেয়েদের বড় হার


BD NZ

গুয়াহাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে ব্যর্থ হয়ে ১০০ রানের বড় পরাজয়ের মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার টসে জিতে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ২২৭ রান। অধিনায়ক সোফি ডিভাইন করেন ৬৩ এবং ব্রুক হ্যালিডে খেলেন ধীরস্থির ৬৯ রানের ইনিংস। দুজনের ১১২ রানের চতুর্থ উইকেট জুটিতে বড় সংগ্রহের ভিত পায় কিউইরা। বাংলাদেশের পক্ষে লেগ স্পিনার রাবেয়া খাতুন দারুণ বোলিং করে ৩০ রানে ৩ উইকেট নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে নিগার সুলতানার দল। পাওয়ারপ্লেতেই ১৪ রানে দুই ওপেনার রাবেয়া হায়দার (৪) ও শারমিন আক্তার (৩) ফিরলে চাপ বাড়ে। পরে অধিনায়ক নিগার (৪), সোবহানা মুশতারি (২) ও সুমাইয়া খাতুন (১) দ্রুত বিদায় নিলে বাংলাদেশ হুড়মুড়িয়ে পড়ে মাত্র ২০ রানে ৬ উইকেট হারায়।

তবে সপ্তম উইকেটে ফাহিমা খাতুন (৩৪) ও নাহিদা আক্তার (১৭) ৩৩ রানের জুটি গড়ে কিছুটা লড়াইয়ের আভাস দেন। এরপর ফাহিমা ও রাবেয়া খাতুনের (২৫) মধ্যে ৪৪ রানের অংশীদারিতায় ইনিংস কিছুটা দীর্ঘ হয়। কিন্তু শেষ পর্যন্ত ৩৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে জেস কের ২১ রানে ৩ উইকেট এবং লি তাহুহু ২২ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশ ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।

এই হারের ফলে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। সোমবার পরবর্তী ম্যাচে তারা মুখোমুখি হবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, যেখানে জয় না পেলে সেমিফাইনালের আশা আরও ক্ষীণ হয়ে যাবে।