শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১১ অক্টোবর ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন
শেয়ার

এশিয়া কাপ ট্রফি বিতর্কে আইসিসি পরিচালকের পদ হারাতে পারেন নাকভি


Naqvi

এশিয়া কাপ শেষ হয়েছে দুই সপ্তাহ আগে। তবে ভারতীয় দলের হাতে এখনো ওঠেনি শিরোপার ট্রফি। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও, ট্রফি নিয়ে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক- যার কেন্দ্রবিন্দু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি।

ফাইনালের পর ভারতীয় ক্রিকেটাররা পিসিবি ও এসিসি চেয়ারম্যান নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান। জবাবে নাকভিও ট্রফি তুলে দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ভারত চাইলে তাঁর হাত থেকেই নিতে হবে। ফলে এখনো পর্যন্ত ভারতীয় দল ট্রফি গ্রহণ করেনি।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিসিসিআই মনে করছে আইসিসি শিগগিরই নাকভির আচরণের জন্য তাঁকে সতর্ক করতে পারে। এমনকি তিনি আইসিসিতে নিজের পরিচালক পদও হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে জানায়, “নাকভি বা পিসিবির বিষয়ে এখন আইসিসির অবস্থানই দেখার বিষয়। আমাদের কাছে পরিষ্কার- ট্রফি ভারতের হাতে তুলে দিতে বাধা দেওয়া বা তা বিসিসিআইয়ে পাঠাতে অস্বীকার করার কোনো অধিকার তাঁর ছিল না।”

এর আগে বিসিসিআই সচিব বলেছিলেন, “এশিয়া কাপের ট্রফি নাকভির ব্যক্তিগত সম্পত্তি নয়। যত দ্রুত সম্ভব ট্রফিটি ভারতের হাতে ফিরিয়ে দিতে হবে।”

এশিয়া কাপ- পরবর্তী এসিসির এক সভায়ও বিষয়টি আলোচনায় আসে। সেখানে বিসিসিআই দাবি তোলে অবিলম্বে ট্রফি হস্তান্তরের, কিন্তু নাকভি জানান- ভারতীয় দলের অধিনায়ককে এসিসির দুবাই কার্যালয়ে গিয়ে ট্রফি নিতে হবে।

ভারতের চাপের মুখে নতি স্বীকার না করায় পাকিস্তানের একটি সংস্থা নাকভিকে ‘হীদ জুলফিকার আলী ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা দিয়েছে।

ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, বর্তমানে এশিয়া কাপের ট্রফিটি দুবাইয়ে এসিসির অফিসে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। নাকভির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী, তাঁর অনুমতি বা উপস্থিতি ছাড়া ট্রফিটি সরানো বা কারও হাতে তুলে দেওয়া যাবে না। তিনি নিজে উপস্থিত থাকলেই কেবল ভারতীয় দল বা বিসিসিআইকে ট্রফিটি প্রদান করবেন।”

উল্লেখ্য, টুর্নামেন্ট চলাকালীনই নাকভি ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়ক ও কর্মকর্তাদের মধ্যে হাত না মেলানোকে কেন্দ্র করেই এই উত্তেজনার সূচনা হয়েছিল।