সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১১ অক্টোবর ২০২৫, ১০:১১ অপরাহ্ন
শেয়ার

রাশমিকার হাতের হীরার আংটি নিয়ে গুঞ্জন


Rashmika-ring

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার নতুন এক ছবিতে দেখা গেছে তাঁর হাতে ঝলমলে একটি বিশাল হীরার আংটি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন- বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে সম্পর্ক এবার পাকাপাকি!’

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাশমিকার ইনস্টাগ্রাম পোস্ট ঘিরেই এই জল্পনা তীব্র হয়। ‘পুষ্পা ২’-এর এই অভিনেত্রী নিজের পোষা কুকুরের সঙ্গে একটি ছোট ভিডিও শেয়ার করেন। সেখানে গান, মিষ্টি মুহূর্ত- সবই ছিল, তবে নজর কেড়ে নেয় তাঁর হাতে থাকা উজ্জ্বল হীরার আংটি। কয়েক ঘণ্টার মধ্যেই সেই ভিডিওর স্ক্রিনশট ছড়িয়ে পড়ে টুইটার ও ইনস্টাগ্রামে। ভক্তরা লিখছেন, “বিজয়ের সঙ্গে বাগদান নিশ্চিত!”

এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার হায়দরাবাদের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে গোপনে বাগদান সম্পন্ন হয়েছে। অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, “পরিবারের পরামর্শে শুভদিন বেছে অনুষ্ঠানটি হয়। এটি ছিল একান্ত পারিবারিক আয়োজন। তারা আগামী বছরই বিয়ে করার পরিকল্পনা করছেন।”

সূত্র: ডিএনএ