শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১২ অক্টোবর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
শেয়ার

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১


Slogan

চট্টগ্রামের জিইসি মোড়ে একটি কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে কনভেনশন সেন্টারে এ ঘটনায় মো. শরীফ (২৩) নামে এক তরুণ গুলিবিদ্ধ হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কনসার্টের আয়োজক একটি মোটরসাইকেল কোম্পানি, যেখানে জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’ গান পরিবেশনের কথা ছিল। সবার জন্য উন্মুক্ত এই কনসার্টে সন্ধ্যার পরপরই দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

কনসার্ট চলাকালে একদল তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দিলে অপর একটি পক্ষ আপত্তি জানায়। পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ভাঙচুর ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোড়ে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, কয়েকজন তরুণ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুরের চেষ্টা করছে এবং ভেতর থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ শরীফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কে বা কারা তাকে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম অভিযোগ করেন, কনসার্টে আওয়ামী লীগের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে গোলযোগ সৃষ্টি হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কী কারণে সংঘর্ষ হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।