
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, পঞ্চগড়ে দলের সাম্প্রতিক কর্মসূচিগুলোতে একাধিকবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে তার বক্তব্যের সময়েই, যা তিনি উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন। তবে ক্ষোভ প্রকাশের সময় ব্যবহৃত এক উপমা প্রসঙ্গে তিনি স্বীকার করেছেন—“ওটা বলা ঠিক হয়নি।”
সারজিস আলম জানান, গত এক মাসে এনসিপি পঞ্চগড় জেলায় তিনটি কর্মসূচি আয়োজন করেছে। প্রতিবারই যখন তিনি বক্তব্য শুরু করেন, তখনই কয়েক মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে যায়। বক্তব্য শেষ হলে ফের বিদ্যুৎ চলে আসে। ‘প্রথমবার ভেবেছিলাম, এটা কাকতালীয়। দ্বিতীয়বার সন্দেহ জেগেছিল। কিন্তু তৃতীয়বারও একইভাবে বিদ্যুৎ যাওয়া ও আসা—এটা আর স্বাভাবিক মনে হয়নি,’ বলেন তিনি।
তার দাবি, ‘এই ঘটনাগুলোর সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা, যারা পুরো ঘটনাটির সাক্ষী।’
এনসিপি নেতা অভিযোগ করেন, ‘জেলা পর্যায়ে কিছু কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তি প্রায়ই অন্য দলের দালালি বা পক্ষপাতমূলক আচরণ করেন। কাউকে অস্বস্তিতে ফেলতে পারলেই তারা সেটা রাজনৈতিক সফলতা মনে করেন।’
তিনি আরও বলেন, ‘প্রতিবারই প্রোগ্রামের আগে প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের জানানো হয়েছে। প্রোগ্রামের পরেও ভদ্রভাবে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু একই ঘটনা বারবার ঘটায় সুশীলতা প্রদর্শনের আর প্রয়োজন মনে করিনি।’
তবে নিজের বক্তব্যের একাংশ নিয়ে আত্মসমালোচনা করে সারজিস আলম বলেন, ‘ক্ষোভের মুহূর্তে যে উপমাটি ব্যবহার করেছি, সেটা করা উচিত হয়নি। আমি সেটা স্বীকার করছি।’
সাম্প্রতিক লং মার্চ প্রসঙ্গে তিনি জানান, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, দুর্নীতি ও মাদকবিরোধী সচেতনতা বাড়াতে এনসিপির উদ্যোগে পঞ্চগড়ে ১০ ঘণ্টাব্যাপী প্রায় ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় দুই হাজার মোটরসাইকেল অংশ নেয়।
এ প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘আমরা সাধারণ মানুষকে সচেতন করার জন্যই কাজ করছি। আশা করি গণমাধ্যমের মনোযোগ আমাদের এসব ইতিবাচক উদ্যোগের দিকেও থাকবে,’




























