
প্রথমার্ধ শেষে এক গোলে পিছিয়ে বাংলাদেশ
এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের বিপক্ষে প্রথমার্ধ শেষে এক গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে জামাল ভূঁইয়ার দল।
এ ম্যাচে তিনটি পরিবর্তন রেখে একাদশ সাজান কাবরেরা। জায়ান আহমেদ, শমিত শোম ও তপু বর্মণ রয়েছেন একাদশে। নেই ফয়সাল আহমেদ ফাহিম, তাজ উদ্দিন ও মোহাম্মদ সোহেল রানা। অধিনায়ক জামাল ভূঁইয়াও খেলছেন না শুরু থেকে।
ম্যাচের শুরু থেকে ভালোই চাপ সামলে লড়াই করতে থাকে লাল-সবুজের দল। ১১ মিনিটে হংকংয়ের আক্রমণ রুখে দেন তপু বর্মণ, আর ২০ মিনিটে মিতুল মারমা দারুণ সেভ করে দলকে রক্ষা করেন। তবে ৩৪ মিনিটে ডি-বক্সে তারিক কাজীর ফাউলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সুযোগটি কাজে লাগিয়ে ৩৬ মিনিটে দলকে এগিয়ে নেন হংকং অধিনায়ক ম্যাট ওর।
গোল হজমের পরও বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করলেও বিরতির আগে সমতা ফেরাতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।





























