শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১৪ অক্টোবর ২০২৫, ৮:২৭ অপরাহ্ন
শেয়ার

আশা জাগিয়েও হংকংয়ের সঙ্গে ড্র করল বাংলাদেশ


bd-hongkon

আশা জাগিয়েও হংকংয়ে ড্র করল বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইপর্বে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। ফিরতি পর্বের ম্যাচ হংকং চায়নার বিপক্ষে ১-১ সমতায় থেমেছে জামাল ভূঁইয়াদের লাল-সবুজ বাহিনী।

হংকংয়ের আজিনোমোতো স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ভালোই লড়েছে বাংলাদেশ। কিন্তু ৩৬তম মিনিটে বিপাকে পড়ে দল। ডি বক্সের মধ্যে তারিক কাজীর ফাউলে পেনাল্টি পায় হংকং। স্পট কিক থেকে গোল করেন অধিনায়ক ম্যাথিউ ওর। ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

গোল হজমের পরেও একের পর এক আক্রমণে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। তবে গোলের দেখা মিলছিল না। ৭৫তম মিনিটে হংকংয়ের ডিফেন্ডার অলিভার গারবিগ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৮৩তম মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ।

ফাহিমের নিখুঁত ক্রস থেকে ফাহমিদুলের হেডে বল পৌঁছায় রাকিব হোসেনের কাছে, আর তিনিও তা ঠাণ্ডা মাথায় জালে জড়ান। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে ঘরের মাঠের প্রথম লেগে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় লেগে জয়ের আশায় মাঠে নামলেও সেই লক্ষ্য পূরণ হয়নি। তবু শেষ মুহূর্তে রাকিবের গোলে লড়াকু মানসিকতার প্রমাণ দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।