শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৬ অক্টোবর ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন
শেয়ার

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন


CTG fire

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার আল হামিদ টেক্সটাইল নামে একটি তোয়ালে তৈরি কারখানায় আগুন লেগেছে। নয় তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

এই রিপোর্ট লেখার সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌ ও বিমান বাহিনীর ১৪টি ইউনিট।

কারখানার ভেতরে কেউ আটকরা পড়েছেন কিনা সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।