রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৬ অক্টোবর ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন
শেয়ার

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট


 

Fire ctg

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। এছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনীও আছে ঘটনাস্থলে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার কিছু পরে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

CTG fire 4

ফায়ার সার্ভিস জানায়, ৯ তলা ভবনটির সাত তলায় আগুন লাগে। পরবর্তীতে যা আরও কয়েক তলায় ছড়িয়ে পরে।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। পাওয়া যায়নি কারখানার ভেতরে কারও আটকা পড়ার খবরও।