শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৬ অক্টোবর ২০২৫, ৯:০২ অপরাহ্ন
শেয়ার

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ মরক্কো


Argentina

কলম্বিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে । বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চিলির স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে লাতিন আমেরিকার দেশটি ১-০ গোলে জয় পায়।

৭২তম মিনিটে বদলি খেলোয়াড় মাতেও সিলভেত্তির করা একমাত্র গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টাইন তরুণরা। ম্যাচের পাঁচ মিনিট পর লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় কলম্বিয়া, ফলে সমতায় ফেরার সুযোগ আর পায়নি তারা।

এই জয়ের ফলে আগামী ২০ অক্টোবরের ফাইনালে র মুখোমুখি হবে আর্জেন্টিনা। মরক্কো একই দিনে আরেক সেমিফাইনালে কে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে।

যুব পর্যায়ে এবারই প্রথম ফাইনালে পৌঁছেছে মরক্কো। তবে ফুটবল বিশ্লেষকদের মতে, তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দলের অধিকাংশ ফুটবলারই ইউরোপের বড় বড় ক্লাব একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত। ইউরোপে জন্ম ও বেড়ে ওঠা এসব খেলোয়াড় বাবা কিংবা মায়ের সূত্রে মরক্কোর প্রতিনিধিত্ব করছেন।

২০ অক্টোবরের আর্জেন্টিনা-মরক্কো ফাইনালেই নির্ধারিত হবে নতুন অনূর্ধ্ব-২০ বিশ্বচ্যাম্পিয়ন।