
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ক্লুয়াংয়ের জালান বাতু পাহাত-মার্সিং সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মালয়েশিয়ার জোহর রাজ্যের ক্লুয়াং এলাকায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় স্থানীয় এক মোটরসাইকেল আরোহী নিহত ও এক বাংলাদেশি সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ক্লুয়াংয়ের জালান বাতু পাহাত-মার্সিং সড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
ক্লুয়াং জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার বাহরিন মোহাম্মদ নোহ জানান, নিহত মোটরসাইকেল আরোহী (২৮) মার্সিং থেকে ক্লুয়াং শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ৫০ বছর বয়সী বাংলাদেশি নাগরিক হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। মোটরসাইকেল চালক ব্রেক করার আগেই তার হোন্ডা আরএস-এক্স ১৫০ সাইকেলকে ধাক্কা দেয় এবং পরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মার্সিডিজ-বেঞ্জ ট্যাঙ্কার লরির সঙ্গে ধাক্কা খায়।
মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান। আহত বাংলাদেশি নাগরিককে এনচে বেসার হাজ্জাহ খালসুম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান হাত, পাঁজর, মাথা ও পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১ ধারার অধীনে তদন্ত করা হচ্ছে, যা বেপরোয়া বা বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অপরাধের সঙ্গে সম্পর্কিত।
দুর্ঘটনা সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশ সাধারণ জনসাধারণকে নিকটস্থ থানায় বা ক্লুয়াং জেলা পুলিশ সদর দফতরের ০৭-৭৭৬৬৮২২ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।





























