রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৯ অক্টোবর ২০২৫, ৯:০৩ অপরাহ্ন
শেয়ার

চট্টগ্রাম বন্দরে গাড়ি প্রবেশে বর্ধিত ফি স্থগিত


ctg port

চট্টগ্রাম বন্দরে ভারি গাড়ির প্রবেশ ফি বাড়ানোর সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে ট্রেইলার মালিক সমিতির লাগাতার কর্মবিরতি ও ধর্মঘটের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর নেতারা গাড়ি না চালানোর কর্মসূচি প্রত্যাহার করলে বিকেল সাড়ে ৫টা থেকে পুরোদমে পণ্য পরিবহন শুরু হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনে আয়োজিত বৈঠকে বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান এবং চট্টগ্রাম ট্রেইলর মালিক সমিতির নেতাদের মধ্যে আলোচনা হয়। বৈঠকে মালিকপক্ষ ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানালে চেয়ারম্যান মৌখিকভাবে আগের ৫৭ টাকা ফি বহাল রাখার আশ্বাস দেন।

তবে হালকা যানবাহনের ফি বৃদ্ধিসহ অন্যান্য ট্যারিফ বহাল থাকায় পরিস্থিতি এখনো অনিশ্চিত। বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা অবিলম্বে পুরো ট্যারিফ বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এর আগে গত ১৫ অক্টোবর থেকে ভারি গাড়ির প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করার প্রতিবাদে পরিবহন বন্ধ রেখে ধর্মঘটে যায় ট্রেইলার মালিক সমিতি। পরে তাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হয় পণ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট আরও ১৮টি সংগঠন।

বৈঠকে উপস্থিত প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নর সভাপতি খান মোহাম্মদ সেলিম বলেন, “ফি বৃদ্ধির কারণে আমাদের লাইন খরচ অযৌক্তিকভাবে বেড়ে যাচ্ছিল। মৌখিক আশ্বাসে আমরা আন্দোলন সাময়িক স্থগিত করেছি। তবে লিখিত আদেশ না পেলে আবার কর্মসূচিতে ফিরব।”

অন্যদিকে হালকা যানবাহনের ফি আগের ২৩ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করায় ক্ষুব্ধ চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা চার ঘণ্টার কর্মবিরতি পালন করে। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, “আমাদের কর্মীরা দিনে কয়েকবার বন্দরে প্রবেশ করেন। বাড়তি ফি তাদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত না বদলালে আমরা আরও কঠোর আন্দোলনে নামব।”

বন্দর কর্তৃপক্ষ এখনো লিখিতভাবে ফি স্থগিতের ঘোষণা দেয়নি। তাই সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনার অপেক্ষায় আছে।