রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২০ অক্টোবর ২০২৫, ১:৪৩ অপরাহ্ন
শেয়ার

বান্দরবানে আন্তর্জাতিক পর্ন চক্রে জড়িত দম্পতি গ্রেপ্তার


Porn star

ছবি: দ্য ডিসেন্ট এর সৌজন্যে

বাংলাদেশে বসে বিদেশি পর্নোগ্রাফি ওয়েবসাইটে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে বান্দরবান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। তিনি জানান, গ্রেপ্তার দম্পতি নিয়মিত বিদেশভিত্তিক একটি ওয়েবসাইটে পর্নোগ্রাফিক ভিডিও আপলোড করতেন, যা সাইটগুলোতে শীর্ষ অবস্থানে চলে আসে।

সিআইডির প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই দম্পতি বাংলাদেশ থেকেই ভিডিও ধারণ, সম্পাদনা এবং প্রকাশের পুরো কাজ পরিচালনা করতেন। অনলাইন মাধ্যমে এই কার্যক্রম চালিয়ে তারা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন বলেও জানা গেছে।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী—দেশে পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ একটি দণ্ডনীয় অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, এ ধরনের কর্মকাণ্ড কেবল আইন লঙ্ঘনই নয়, বরং সমাজে নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে এবং নতুনদেরও এই অনৈতিক ব্যবসায় প্রলুব্ধ করছে।

সম্প্রতি অনলাইন সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট তাদের অনুসন্ধানী প্রতিবেদনে দম্পতির পর্ন নেটওয়ার্কের বিষয়টি প্রকাশ করার পর ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।