শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৩ অক্টোবর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
শেয়ার

ফরিদপুরে বিচারগানের আসর বন্ধ করল প্রশাসন


stage-song

ইসলাম পরিপন্থি অভিযোগের পর ফরিদপুরের নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে আয়োজিত বিচারগানের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে অনুষ্ঠান উপলক্ষে নির্মিত প্যান্ডেলও খুলে ফেলা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন। ফলে ঘোষণা দেওয়া এক দিনের এ বিচারগান অনুষ্ঠিত হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালমা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সলেমান ফকিরের উদ্যোগে বিচারগানের আয়োজন করা হয়েছিল। গত দুই দিন ধরে মাইকিং করে অনুষ্ঠান প্রচার করা হয় এবং প্যান্ডেল ও মঞ্চ তৈরি করা হয়। অনুষ্ঠানস্থলে দোকানও বসানো হয়। সব প্রস্তুতি শেষ হলেও শুরুর ঠিক আগে প্রশাসনের হস্তক্ষেপে আয়োজনটি বাতিল হয়।

ইউপি সদস্য সলেমান ফকির বলেন, “স্থানীয়দের অনুরোধে বিচারগানের আয়োজন করেছিলাম। এ ধরনের অনুষ্ঠান এ এলাকায় আগে থেকেও হয়ে আসছে। আমি কোনো দোষের কিছু দেখি না। কিন্তু কয়েকজন মুসল্লি এটিকে যাত্রাপালা হিসেবে প্রচার করে আপত্তি তোলেন। পরে ইউএনও এসে অনুষ্ঠান বন্ধ করে দেন এবং প্রশাসনের নির্দেশে প্যান্ডেল খুলে ফেলা হয়।”

তিনি আরও দাবি করেন, অনুষ্ঠানের বিষয়ে তিনি ইউএনও ও থানার ওসির কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছিলেন।

তবে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, “বিচারগানের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। ইউএনও বিষয়টি জানালে আমি পুলিশ পাঠিয়ে সহায়তা করি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও দবির উদ্দিন বলেন, “এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন হয়। এটি এক দিনের অনুষ্ঠান বলে আমরা শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব দিইনি। তবে বিকেলে প্রায় দেড় শতাধিক ব্যক্তি এসে অভিযোগ করেন, এ আয়োজন ইসলামবিরোধী এবং এটি চললে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।”

তিনি আরও বলেন, “বিষয়টি আমি সঙ্গে সঙ্গে জেলা প্রশাসককে জানাই। তাঁর পরামর্শে এবং অনুমতি না থাকায় অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি, তবে ভবিষ্যতে এ ধরনের আয়োজনের আগে আনুষ্ঠানিক অনুমতি নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।