শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২৪ অক্টোবর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
শেয়ার

ইন্টার মিয়ামির সাথে মেসির চুক্তি নবায়ন

মেসি থাকছেন ২০২৮ পর্যন্ত


মেসি

লিওনেল মেসি ইন্টার মিয়ামি জার্সিতে

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ইন্টার মায়ামির সঙ্গে নিজের চুক্তি ২০২৮ মৌসুম পর্যন্ত নবায়ন করেছেন। ফলে মেজর লিগ সকারে (এমএলএস) আরও অন্তত তিন বছর দেখা যাবে তাঁকে। ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ইন্টার মায়ামির এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মেসি ক্লাবের নতুন ফ্রিডম পার্ক স্টেডিয়ামের নির্মাণাধীন মাঠে বসে নতুন চুক্তিতে সই করছেন। ভিডিওটির ক্যাপশন ছিল মাত্র দুটি শব্দে— “He’s Home”

চুক্তি নবায়নের পর মেসি বলেন, ‘এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি খুবই খুশি। মায়ামি ফ্রিডম পার্কে খেলা এখন আর শুধু একটি স্বপ্ন নয়, এখন এটি এক সুন্দর বাস্তবতা।’
৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড আরও বলেন, ‘মায়ামিতে আসার পর থেকে আমি সত্যিই খুব আনন্দিত। তাই এখানে থেকে যাওয়া আমার জন্য দারুণ এক অনুভূতি।’

ক্লাবের সহমালিক ডেভিড বেকহ্যাম বলেন, মেসির এই সিদ্ধান্ত তাঁর শহর, ক্লাব ও খেলাটির প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। তাঁর ভাষায়, ‘মেসি এখনো ফুটবলের প্রতি আগের মতোই নিবেদিত। জয়ের ক্ষুধা তার মধ্যে আগের মতোই প্রবল। এমন একজন খেলোয়াড়কে পাওয়া, যিনি যুক্তরাষ্ট্রে ফুটবলের প্রসারে ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে এত কিছু করেছেন, আমাদের জন্য সত্যিই সৌভাগ্যের।’

মেসির আগের চুক্তি শেষ হওয়ার কথা ছিল ২০২৫ মৌসুমের পর। ক্লাব সূত্র জানিয়েছিল, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আগেই সমঝোতা হয়েছে। তাই এই ঘোষণা ছিল কেবল আনুষ্ঠানিকতা। নতুন চুক্তির ফলে মেসি ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ পর্যন্ত ও তার পরও প্রতিযোগিতামূলক ফুটবলে থাকছেন।

২০২৩ সালে প্যারিস সাঁ জার্মেই (পিএসজি) ছাড়ার পর ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। তাঁর আগমনের পর থেকেই লিগে নতুন উচ্ছ্বাস সৃষ্টি হয়— দর্শক উপস্থিতি ও টিকিট বিক্রি দুই-ই ছুঁয়েছে নতুন উচ্চতা।

এমএলএস কমিশনার ডন গারবার বলেন, ‘যখন লিওনেল মেসি এমএলএসকে নিজের লিগ হিসেবে বেছে নিলেন, তখনই তা ছিল এক মোড় পরিবর্তনের মুহূর্ত— শুধু ইন্টার মায়ামির জন্য নয়, পুরো উত্তর আমেরিকার ফুটবলের জন্য।’

২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় খেলে মেসি জিতেছেন ১০টি লা লিগা ও ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে দেন তিনি। আগামী বছর সেই ট্রফি ধরে রাখার লক্ষ্যও জানিয়েছেন।

এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ১১৪ গোল করেছেন মেসি। ২০২১ ও ২০২৪ সালে দুটি কোপা আমেরিকা জয়ের নেতৃত্বও তাঁর হাতে। আগামী বছর ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিলে সেটি হবে ইতিহাসে প্রথম ঘটনা— যদিও তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও সেই রেকর্ডে সমান হওয়ার সুযোগ পাবেন।

বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ১৩। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড ছোঁয়ার জন্য তাঁর প্রয়োজন মাত্র তিন গোল।

দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে নয় পয়েন্টে শীর্ষে থেকে আর্জেন্টিনা ইতিমধ্যে আগামী বছরের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। আট গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। এর মধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে সম্ভবত নিজের শেষ ঘরোয়া প্রতিযোগিতায় দুটি গোল করেছেন তিনি।

২০২৪ মৌসুমে ইন্টার মায়ামি প্লে-অফে বাদ পড়লেও মেসি নির্বাচিত হন মৌসুমের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (MVP)। ২০২৫ সালে তিনি এমএলএস ইতিহাসে দ্রুততম সময়ে ৪০ গোলের রেকর্ড গড়েন।

চলতি মৌসুমে মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি পূর্বাঞ্চলীয় কনফারেন্সে তৃতীয় হয়ে আবারও প্লে-অফে ফিরেছে। গত শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে ৫–২ ব্যবধানে জয়ে হ্যাটট্রিক করে মৌসুম শেষ করেন তিনি। ২৮ ম্যাচে ২৯ গোল করে এমএলএসের গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টাইন এই তারকা।

মেসির আরো সংবাদ