
মালয়েশিয়ায় সহকর্মীর হাতে প্রাণ গেল বাংলাদেশির
মালয়েশিয়ায় সহকর্মীর সঙ্গে ঝগড়ার জেরে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলায় তার পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় দুই মালয়েশিয়ানসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে দেশটির কেদাহ প্রদেশের ইয়ান জেলার গুয়ার চেমপেদাক এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত বাংলাদেশির বয়স ৩৭ বছর, তিনি স্থানীয় একটি নির্মাণ প্রকল্পে সেতু শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় পুলিশ সুপার মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানান, নিহত শ্রমিক কাজে দেরিতে পৌঁছালে ৪২ বছর বয়সী এক স্থানীয় সহকর্মীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ওই স্থানীয় নাগরিক নিহতের গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে ধরেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন এবং পরবর্তীতে মারা যান।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাস্থলটি একটি একতলা ইটের বাড়ি, যেখানে মোট সাতজন শ্রমিক থাকতেন—দুজন মালয়েশিয়ান ও পাঁচজন বাংলাদেশি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তর্কাতর্কির সময় অভিযুক্ত ব্যক্তি রড হাতে নেন, আর নিহত শ্রমিক রান্নাঘর থেকে ছুরি আনেন। ধস্তাধস্তির এক পর্যায়ে অভিযুক্ত কাছে থাকা তারের রিল থেকে তার টেনে গলায় পেঁচিয়ে দেন। পরবর্তীতে তিনি নিজেই থানায় গিয়ে ঘটনা জানান।
পুলিশ জানিয়েছে, আটক ছয়জনের মধ্যে দুজন স্থানীয় এবং চারজন বাংলাদেশি। তাদের বয়স ২৯ থেকে ৪৪ বছরের মধ্যে। ঘটনাস্থল থেকে একটি তারের রিল, ছুরি ও রড উদ্ধার করা হয়েছে।
হত্যাকাণ্ডটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্তাধীন বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ হামিজি। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হবে।





























