
ভারতের ক্রিকেট দলের দিকে থেকে যেন গত দুই বছর ধরে একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছে টসের ভাগ্য! টানা ১৮ ম্যাচে টস হারার বিশ্বরেকর্ড গড়েছে দলটি।
শনিবার (২৫ অক্টোবর) সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আবারও টস হারলেন ভারতের অধিনায়ক শুবমান গিল। অজি অধিনায়ক মিচেল মার্শ ভারতকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন।
২০২৩ সালের ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর টানা ১৮ ওয়ানডে ম্যাচে একই চিত্র। রোহিত শর্মা থেকে শুভমান গিল, অধিনায়ক পরিবর্তনেও বদলায়নি টস ভাগ্য।
যদিও আগেই বিশ্বরেকর্ড হয়ে গিয়েছিল। সেই তিক্ত বিশ্বরেকর্ড এখন আরও মজবুত হচ্ছে।
তবে টস হারলেও ম্যাচের ফলাফলে তার প্রভাব কমই। শেষ ১৭ ম্যাচের মধ্যে ১০টিতে ভারত জিতেছে। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
তবে চলতি দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ায় তাদের অবস্থাটা ভালো নয়। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে। তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশের শঙ্কা নিয়ে মাঠে নেমেছে।




























