
চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে আলমগীর ওরফে আলম (৫৫) নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাটি তদন্ত করে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
ওসি আরও জানান, আলমগীরকে প্রতিপক্ষের গুলিতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার পেছনের কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
নিহত আলমগীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।




























