শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৫ অক্টোবর ২০২৫, ৭:০৫ অপরাহ্ন
শেয়ার

চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত


Alamgir

চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে আলমগীর ওরফে আলম (৫৫) নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাটি তদন্ত করে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি আরও জানান, আলমগীরকে প্রতিপক্ষের গুলিতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার পেছনের কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

নিহত আলমগীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।