
রহিম আহম্মেদ ও ইয়াকুব আলী নামে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সরকার উৎখাতের পরিকল্পনা ও ‘জুলাই সনদ’ বাতিলের দাবিতে পোস্টার টানানোর ঘটনায় বিশেষ অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা ও আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
এতে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ এবং সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রামের রাজিবপুরে সরকার উৎখাতের পরিকল্পনা ও ‘জুলাই সনদ’ বাতিলের দাবিতে পোস্টার টানানোর ঘটনায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে কোদালকাটি ইউনিয়নের চর সাজাই মন্ডলপাড়া এলাকায় অভিযান চালাতে গেলে এই হামলায় পুলিশের ছয় সদস্য আহত হন।
পুলিশ জানায়, গোপন বৈঠকের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেলে আওয়ামী লীগ নেতা হুমায়ুন করির ছক্কুর নেতৃত্বে কিছু ব্যক্তি ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ ছক্কুকে আটক করলেও পরে মব সৃষ্টি করে পুলিশের হাতে কামড় দিয়ে ছুক্কুকে ছিনিয়ে নেয় বলে জানিয়েছে পুলিশ।
রাজিবপুর থানার ওসি শরিফুল ইসলাম জানান, হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন এবং এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।




























