
ছবি : সংগৃহীত
বাজারে এখন নানা ব্র্যান্ডের পারফিউমের দাপট। দাম শুনলেই চোখ কপালে ওঠে—কখনো কয়েকশ টাকা, কখনো কয়েক হাজার। অথচ নিজের ঘরে বসেই তৈরি করা যায় এক চমৎকার ঘরোয়া পারফিউম, সেটিও মাত্র ১৫০ টাকায়! খরচ কম হলেও এটি প্রাকৃতিক, নিরাপদ এবং ত্বকবান্ধব। ছোট একটি স্প্রে বোতলেই পুরো কাজ হয়ে যায়, আর সারাদিন থাকবে সতেজ ও মনমুগ্ধকর গন্ধ।
বিউটিশিয়ানরা বলছেন, এই কাজের জন্য কোনো জটিল উপকরণ বা দামি উপাদান লাগবে না। মূল উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে সহজলভ্য ফিটকিরি। শুধু পানিতে জীবাণুনাশক হিসেবেই নয়; বরং রূপচর্চায় ফিটকিরির ব্যবহার শতাব্দীপ্রাচীন। এটি দাড়ি কামানোর পর ত্বকের জ্বালা প্রশমনে বা ঘামের দুর্গন্ধ দূর করতেও কার্যকর। আয়ুর্বেদেও ফিটকিরির গুণের উল্লেখ রয়েছে। দেখে নিন যেভাবে বানাবেন ঘরোয়া পারফিউম:
প্রয়োজন হবে:
ফিটকিরি গুঁড়ো
গোলাপজল বা ডিসটিলড ওয়াটার
পছন্দের এসেনশিয়াল অয়েল (ল্যাভেন্ডার, জুঁই, চন্দন বা লেমনগ্রাস)
একটি ছোট স্প্রে বোতল
পদ্ধতি:
ফিটকিরি খণ্ড গুঁড়ো করে নিন।
এক চা চামচ ফিটকিরি গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন গোলাপজল। ফিটকিরি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ফুলের গন্ধ না পছন্দ হলে গোলাপজলের বদলে ডিসটিলড ওয়াটার ব্যবহার করতে পারেন।
তরলটি স্প্রে বোতলে ভরে নিন।
পছন্দের এসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা মিশিয়ে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিন।
ব্যস! আপনার নিজস্ব ঘরোয়া পারফিউম তৈরি হয়ে গেল। এটি সাশ্রয়ী, প্রাকৃতিক এবং ত্বকবান্ধব।
ব্যবহার ও টিপস:
এই স্প্রে শরীরে বা জামাকাপড়ে ব্যবহার করা যায়।
ঘামের দুর্গন্ধ দূর করতে বিশেষভাবে কার্যকর।
গোসলের পর বা বাইরে বেরোনোর আগে হালকা করে ব্যবহার করলে পুরো দিনজুড়ে সতেজ গন্ধে থাকবেন।




























