
মির্জাখীল দরবার শরীফ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ জাঁহাগীর তাজুল আরেফীন মৌলানা সৈয়দ মোহাম্মদ আরেফুল হাই ( ক.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত শুক্রবার (২৪ অক্টোবর) সকালে তিনি মারা যান।
হয়রত শাহ জাঁহাগীর তাজুল আরেফীন মৌলানা সৈয়দ মোহাম্মদ আরেফুল হাই (ক.) এর মৃত্যুতে বিশ্বের বিভিন্ন সিলসিলার সকল সাজ্জাদানশীনগণ, দরবার শরীফসহ দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-মুরিদ, আশেক ও শুভাকাঙ্ক্ষী শোক প্রকাশ করেছেন।
শনিবার (২৫ অক্টোবর) ফজরের নামাজের পর মির্জাখীল দরবার শরীফে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন তার ছেলে ও উত্তরসূরি হযরত ড. মৌলানা সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমান।




























