
অভিনব কায়দায় ভারতীয় নাগরিকের বাংলাদেশে প্রবেশ
সাতক্ষীরার কালিগঞ্জে অভিনব উপায়ে নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বসন্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম বীরেশ্বর দাশগুপ্ত (৪৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, বীরেশ্বর একটি বড় স্টিলের ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে নদীপথে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। ট্যাঙ্কের চারপাশে ভেসে থাকার জন্য খালি পানির বোতল লাগানো ছিল। লগি-বৈঠার সাহায্যে তিনি ইছামতি ও কালিন্দী নদী পেরিয়ে বসন্তপুর হয়ে নাজিমগঞ্জ খেয়াঘাটে ওঠেন।
স্থানীয়রা ট্যাঙ্কটি ভাসতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে ভেতরে একজনকে দেখতে পান। পরে তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবির ধারণা, তিনি কোনো বিশেষ উদ্দেশ্যে—সম্ভবত মাদক বা অস্ত্র পাচারের সঙ্গে জড়িত থেকে এই অদ্ভুত পদ্ধতিতে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন।
কালিগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




























