শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩১ অক্টোবর ২০২৫, ১:০৩ অপরাহ্ন
শেয়ার

তিন বিভাগে অতিভারি বর্ষণের আশঙ্কা


Abohawa office

দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় ভারি বর্ষণ হতে পারে।

দক্ষিণ ছত্তিশগড়ের ওপর অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গিয়ে লঘুচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-এক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এই সময়ে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।