
প্রস্তাবিত হাসপাতালের নকশা
অবশেষে নীলফামারীতে চীন সরকারের সহায়তায় এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে। হাসপাতালটি জেলা সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মাঠে প্রায় সাড়ে ২৫ একর জমিতে গড়ে তোলা হবে। ইতোমধ্যে মাস্টারপ্ল্যান ও স্থাপনাগুলোর ব্যয় নির্ধারণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নোটিশ জারি করেছে।
চীনের উপহারের এই হাসপাতাল স্থাপন নিয়ে একসময় অনিশ্চয়তা তৈরি হলেও নতুন নোটিশে আশাবাদী হয়ে উঠেছেন নীলফামারীসহ রংপুর বিভাগের মানুষ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা নোটিশে সই করেন উপ-সচিব ফাতিমা-তুজ-জোহরা ঠাকুর। ‘অতীব জরুরি’ হিসেবে নোটিশটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ‘অনেক বাধা-বিপত্তির পর সরকারের ইতিবাচক সিদ্ধান্তে অবশেষে হাসপাতালটি নির্মাণ হতে যাচ্ছে। এতে জেলার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে। স্বাস্থ্যসেবার পাশাপাশি এটি এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।’
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘টেক্সটাইল এলাকায় ৬০ একরের বেশি সরকারি জায়গা রয়েছে। এর মধ্যে ২৫ একর জমি হাসপাতাল স্থাপনের জন্য নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।’
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, হাসপাতাল নির্মাণের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাস্তবায়ন শুরু হলে এটি উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।




























