
চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে বাগোয়ান ইউনিয়নের কুইয়াপাড়া চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আবদুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
স্থানীয় সূত্রের দাবি, বিবদমান বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা সবাই উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারী।
গোলাম আকবর খোন্দকারের অনুসারী ও রাউজান উপজেলা বিএনপির সভাপতি জসীম উদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, “গিয়াস কাদের চৌধুরীর ক্যাডার সন্ত্রাসীদের নেতৃত্বে এ হামলা চালানো হয়। ৭ নভেম্বরের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় অতর্কিত গুলিবর্ষণ করা হয়।”
অভিযোগের বিষয়ে জানতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামের সরকারি নম্বরে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এর আগে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হামজারবাগ এলাকায় বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে গুলিবিদ্ধ একজন মারা যান।
প্রসঙ্গত, সম্প্রতি চট্টগ্রামে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে হামলা-সংঘর্ষের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।




























