
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার কুয়ালালামপুরভিত্তিক একটি প্রতিষ্ঠানে চাকরিচ্যুত ১৯০ বাংলাদেশির মধ্যে ১০ জন দেশে ফিরেছেন। বুধবার (৫ নভেম্বর) ভোরে মালয়েশিয়া থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
তাদের সবাই মালয়েশিয়ার গ্লাভস উৎপাদনকারী প্রতিষ্ঠান মেডিসেরাম-এ কাজ করতেন। তাদের অভিযোগ, কর্মস্থলে শোষণ ও অন্যায়ের প্রতিবাদ করায় তাদের ভিসা বাতিল ও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সমাধানের আশায় হাইকমিশন ও অভিবাসন দপ্তরে যোগাযোগ করেও তারা কোনো সহায়তা পাননি।
দুঃস্বপ্নকে সঙ্গী করে দেশে ফেরা এই শ্রমিকদের চোখেমুখে এখন অনিশ্চয়তার ছাপ। জামালপুরের নিরঞ্জন, সুফিয়ান, নুর ইসলামসহ অনেকেই বলছেন—হঠাৎ চাকরিচ্যুত হয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন তাদের দাবি, প্রতিষ্ঠানটির শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই কাল হয়েছে তাদের জন্য।
দেশে ফেরা এক প্রবাসী জানান, “প্রথম মাসে কোনো বেতন দেয়নি। পরের মাসে দুইশো রিংগিত, এরপর ধীরে ধীরে পাঁচ মাসের বেতন বকেয়া হয়ে যায়। বাড়িতে ঋণ, হতাশা—সব মিলিয়ে জীবনটা অসহ্য হয়ে উঠেছিল।”
আরেকজন বলেন, “প্রতিদিন টর্চার করত, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করত না কেউ।” আরেক প্রবাসী জানান, “সকালে আমার রানিং ভিসা ক্যান্সেল করেছে, দুপুরেই দেশে পাঠিয়ে দিয়েছে।”
এর আগে বকেয়া বেতন ও নিয়োগ ফি ফেরতের দাবিতে দুই বছর ধরে আন্দোলন করে আসছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত চাকরি হারিয়ে দুঃস্বপ্নের মতো ফিরে আসতে হলো স্বপ্নের মালয়েশিয়া থেকে।






























