শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ৬ নভেম্বর ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে ১২৩ বাংলাদেশি আটক


malaysia-arrest

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় বিশেষ অভিযানে ১২৩ জন বাংলাদেশিসহ মোট ১৮৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ ট্যান আই কিয়াং জানান, বুধবার (৫ নভেম্বর) ভোরে শুরু হওয়া এই অভিযানে রয়্যাল মালয়েশিয়া পুলিশ ও সেরেমবান সিটি কাউন্সিলের কর্মকর্তারাও অংশ নেন। টানা চার ঘণ্টা ধরে পরিচালিত অভিযানে মোট ২১৯ জনের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ নথি না থাকায় ১৮৪ জনকে আটক করা হয়, যার মধ্যে ১৬৩ জন পুরুষ এবং ২১ জন নারী।

আটককৃতদের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, ৫৮ জন মিয়ানমারের, ২ জন পাকিস্তানি ও ১ জন ইন্দোনেশিয়ার নাগরিক। সবার বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন কর্মকর্তা কেনিথ ট্যান জানান, বৈধ পাস ও পরিচয়পত্র ছাড়া বিদেশি শ্রমিকরা কাজ করছে—এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, অভিযানের সময় কিছু অবৈধ অভিবাসী কারখানার পাওয়ার সাপ্লাই মেশিনের আড়ালে এবং পণ্যের স্তূপের নিচে লুকানোর চেষ্টা করলেও, অভিযানে অংশ নেওয়া দল তাদের খুঁজে বের করতে সক্ষম হয়।

সবাইকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন নিয়মাবলি ১৯৬৩-এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।