
ক্রিস্টিয়ানো রোনালদো
পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো অবশেষে তার অবসর পরিকল্পনা স্পষ্ট করেছেন। জানিয়েছেন, আর এক বা দুই বছরের মধ্যেই পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন তিনি।
২০০২ সালে স্পোর্টিং লিসবন থেকে ক্যারিয়ার শুরু করা রোনালদো এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯৫০টিরও বেশি গোল করেছেন। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।
চলতি বছরের জুনে সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেন রোনালদো। ৪০ বছর বয়সী এই পর্তুগিজ সুপারস্টারের নজর এখন ২০২৬ সালের বিশ্বকাপের দিকে—যা তার ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা হিসেবে রয়ে গেছে।
রোনালদো নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ।
তিনি বলেন, ‘আমি ফুটবলের জন্য সবকিছু দিয়েছি। গত ২৫ বছর ধরে আমি মাঠে আছি, সব অর্জন করেছি। ক্লাব এবং জাতীয় দলের হয়ে নানা রেকর্ড গড়েছি। আমি সত্যিই গর্বিত। এখন শুধু মুহূর্তটা উপভোগ করতে চাই, জীবনটাকে উপভোগ করতে চাই।’





























