
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রমিকদলের এক নেতা আবদুল মান্নানকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে সরফভাটা ইউনিয়নের মধ্যম সরফভাটা এলাকার বুলইন্যা বাপের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম নিশ্চিত করেছেন।
নিহত মান্নান সরফভাটা ২ নম্বর ওয়ার্ডের জিলানী মাদরাসা এলাকার বাসিন্দা মো. নাজেরের ছেলে এবং ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি ছিলেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে চন্দ্রঘোনায় ভাড়া বাসায় থাকতেন।
পথচারীরা নির্জন সড়কে তাঁর মোটরসাইকেলের পাশে গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ওসি জানান, মান্নানের শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে- একটি বাঁ চোখের কাছে, একটি বাঁ হাতে এবং দুটি পেটের ডান পাশে।
প্রবাসে থাকার পর গত বছরের ৫ আগস্ট দেশে ফিরে ব্যবসা শুরু করেছিলেন মান্নান। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং ঘটনার তদন্তে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।




























