শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৪ নভেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
শেয়ার

চট্টগ্রামে শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা


Mannan

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রমিকদলের এক নেতা আবদুল মান্নানকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে সরফভাটা ইউনিয়নের মধ্যম সরফভাটা এলাকার বুলইন্যা বাপের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম নিশ্চিত করেছেন।

নিহত মান্নান সরফভাটা ২ নম্বর ওয়ার্ডের জিলানী মাদরাসা এলাকার বাসিন্দা মো. নাজেরের ছেলে এবং ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি ছিলেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে চন্দ্রঘোনায় ভাড়া বাসায় থাকতেন।

পথচারীরা নির্জন সড়কে তাঁর মোটরসাইকেলের পাশে গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ওসি জানান, মান্নানের শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে- একটি বাঁ চোখের কাছে, একটি বাঁ হাতে এবং দুটি পেটের ডান পাশে।

প্রবাসে থাকার পর গত বছরের ৫ আগস্ট দেশে ফিরে ব্যবসা শুরু করেছিলেন মান্নান। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং ঘটনার তদন্তে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।