শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু


malaysia-bd-news

মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ার মেলাকা প্রদেশে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বজ্রপাতে এক বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) তামান আয়ের কেরোহ হাইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেলাক্কা ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পাবলিক রিলেশন অফিসার, ডেপুটি ফায়ার সুপারিনটেনডেন্ট মো. হাফিদজাতুল্লাহ রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বাংলাদেশি ওই কর্মী নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে কাজের সরঞ্জাম নিচে নামানোর সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন। দুপুর ২টা ৪২ মিনিটে জরুরি কল পাওয়ার পর একটি ফায়ার ইঞ্জিন ও ছয়জন কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কর্মকর্তারা গিয়ে দেখেন, বজ্রপাতে আহত শ্রমিক ছাদের ওপরই অচেতন অবস্থায় পড়ে আছেন। তাঁকে দ্রুত নিচে নামানো হলেও ঘটনাস্থলেই মেডিকেল টিম তাকে মৃত ঘোষণা করে।

ঘটনাস্থলের এক সুপারভাইজার জানান, দুর্ঘটনার সময় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হচ্ছিল না।

উদ্ধার কার্যক্রম শেষে বিকেল ৩টা ৪২ মিনিটে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। মরদেহটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।