
ফাইল ছবি
নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর রুটে নিয়মিত যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে অত্যন্ত সাশ্রয়ী এক মাসিক টিকিট ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থার আওতায় মাত্র ৬০০ টাকায় একজন যাত্রী পুরো মাসজুড়ে যতবার ইচ্ছা নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত যাতায়াত করতে পারবেন।
কিন্তু, এ সুবিধার কথা জানেন না অনেকেই। ফলে প্রতিদিন আলাদা টিকিট কেটে যাতায়াত করছেন বহু যাত্রী।
বর্তমানে নারায়ণগঞ্জ–কমলাপুর রুটে একপাশের ট্রেনভাড়া ২০ টাকা। প্রতিদিন আসা–যাওয়ায় খরচ হয় ৪০ টাকা, ফলে নিয়মিত যাত্রীদের মাস শেষে খরচ দাঁড়ায় প্রায় ১,২০০ টাকা। তবে মাসিক টিকিট নিলে সেই ব্যয় কমে অর্ধেকেরও নিচে নেমে আসে।
মাসে ৬০০ টাকার একটি টিকিট কাটলেই যাত্রীরা মাসজুড়েই ইচ্ছেমতো ওঠানামা করতে পারবেন। ফলে কম খরচে নিশ্চিন্তে অফিস–কাজসহ সকল যাতায়াত সম্ভব হচ্ছে।
যাত্রীরা এই সুবিধাকে ‘দারুণ সুযোগ’ বলে আখ্যায়িত করেছেন। তাদের মতে, যেখানে বাসে একপাশে যেতে ৫০ টাকা লাগে, সেখানে ট্রেনে মাত্র ২০ টাকা। আর মাসে ৬০০ টাকায় আনলিমিটেড যাত্রা—এটি নিম্ন ও মধ্যবিত্তদের জন্য বড় স্বস্তি।
স্টেশন কর্তৃপক্ষের মতে, বর্তমানে প্রায় ৮০ জন যাত্রী এই মাসিক পাস ব্যবহার করছেন। তবে অনেকেই এখনো বিষয়টি না জানায় প্রতিদিন সাধারণ টিকিট কাটতে গিয়ে বেশি খরচ করছেন। সঠিক প্রচার হলে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
অল্প খরচে আরামদায়ক ও নির্ভরযোগ্য ভ্রমণের এই পাস ইতোমধ্যেই অনেকের জীবনে স্বস্তি এনে দিয়েছে এবং নারায়ণগঞ্জ–ঢাকা রুটে ট্রেনকে যাত্রীদের প্রথম পছন্দে পরিণত করছে।




























