শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১৫ নভেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার

মেসির নৈপুণ্যে আর্জেন্টিনার ২–০ গোলের জয়


messi

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলাকে ২–০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচজুড়ে নিজের জাদুতে আলো ছড়ান লিওনেল মেসি—একটি গোল করলেন নিজে, আরেকটি বানিয়ে দিলেন সতীর্থ লাউতারো মার্তিনেসকে।

শুক্রবার লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রো স্টেডিয়ামে অনুষ্ঠিত নভেম্বর উইন্ডোর একমাত্র ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিল আর্জেন্টিনা। তবে ১২তম মিনিটে বিপদে পড়ে তারা। কর্নার থেকে নেয়া শট ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় গোল হজমের মুখে পড়ে আর্জেন্টাইন রক্ষণ। তবে গোলরক্ষক রুলি অবিশ্বাস্য সেভে দলকে রক্ষা করেন।

২১ মিনিটে লাউতারোর থ্রু বল ধরে গোলের সুযোগ পান মেসি। কিন্তু অ্যাঙ্গোলার গোলরক্ষক মারকেস তার শট ঠেকিয়ে দেন। ৩৯ মিনিটে গঞ্জালেসের পাসে বক্সে ঢুকে মেসি আরেকটি সুযোগ পেলেও দুর্বল শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

অবশেষে ৪৩তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বক্সের সামনে মেসির নিখুঁত পাস পেয়ে নিচু শটে বল জালে পাঠান লাউতারো। প্রথমার্ধ শেষ হয় ১–০ ব্যবধানে।

বিরতির পর আর্জেন্টিনা তেমন সুযোগ তৈরি করতে না পারলেও ৮২তম মিনিটে ব্যবধান বাড়ান মেসি। প্রতিপক্ষ রক্ষণের ভুলে বল পেয়ে বক্সের মধ্যে দাঁড়ানো মেসির কাছে বলটি পৌঁছে দেন লাউতারো। সহজ ফিনিশে গোল করে জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন তারকা।

নভেম্বর উইন্ডোর ম্যাচে নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দেন কোচ স্ক্যালোনি। গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই জয় তুলে নেয় দলটি।

বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে স্পেনে সপ্তাহজুড়ে প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা। ওপেন ট্রেনিংয়ে হাজির হয়েছিলেন ২০ হাজারের বেশি সমর্থক। অন্যদিকে ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে যাওয়া অ্যাঙ্গোলা কঠিন লড়াই করলেও শেষ পর্যন্ত থামতে হয়েছে মেসির নৈপুণ্যের সামনে।