
ছবি: সংগৃহীত
বাংলাদেশকে অলআউট করার পরও শান্তির নিশ্বাস ফেলার সুযোগ পেল না আয়ারল্যান্ড। দেড় দিন ফিল্ডিংয়ের ক্লান্তি শেষে ব্যাট হাতে নেমে আরও বড় সমস্যায় পড়েছে তারা। ইনিংস ফলো অনের শঙ্কায় দুলছে, আর ম্যাচে বড় ব্যবধানে পরাজয়ের আশঙ্কাও ঘনিয়ে এসেছে।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের ৪৭৬ রানের বিপরীতে আইরিশরা দিন শেষ করেছে মাত্র ৯৮ রানের স্কোরে। ব্যাটিং উপযোগী উইকেটেও তারা হারিয়েছে ৫ উইকেট, ফলে বাংলাদেশের চেয়ে এখনও পিছিয়ে ৩৭৮ রানে। তৃতীয় দিনে ব্যাটিং শুরু করবেন লরকান টাকার (১১) ও স্টেফেনি ডোহেনি (২)।
ইনিংসের শুরুটা মোটামুটি হলেও দলীয় ৪১ রানে পল স্টার্লিং আউট হওয়ার পর খুলে যায় পতনের দ্বার। ২৭ রান করা ওপেনারকে এলবিডব্লিউ করে আয়ারল্যান্ডের ব্যাটিং ধস নামান খালেদ আহমেদ। এরপর ঘূর্ণিজাদু দেখাতে থাকেন হাসান মুরাদ, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মুরাদ নেন সর্বোচ্চ ২ উইকেট, মিরাজ ও তাইজুল ভাগ করে নেন বাকি দুইটি।
দিনের শুরুতে ছিল বাংলাদেশের ইতিহাসগড়া মুহূর্ত। মাত্র এক রান দূরত্ব নিয়ে ফিরেছিলেন মুশফিকুর রহিম, আর সকালে এসে শততম টেস্টে তুলে নিলেন স্মরণীয় সেঞ্চুরি। বিশ্বের মাত্র ১১তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। ১০৬ রানে থেমে গেলেও তার ইনিংসটা হয়ে থাকল বিশেষ।
এরপর আইরিশ বোলারদের ওপর আধিপত্য দেখালেন লিটন দাস। ৮ চার ও ৪ ছক্কায় করলেন দুর্দান্ত ১২৮ রান। এর আগে ৪৭ রান করে আউট হন মেহেদী হাসান মিরাজ। দুজনই আউট হন দলীয় ৪৩৩ রানে। এরপর লেজের ব্যাটাররা ভেঙে পড়ায় মাত্র ৪৩ রানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ।
তবুও রেকর্ড গড়ে এক ইনিংসে তিনটি সেঞ্চুরি জুটি, ৪৭৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন অ্যান্ডি ম্যাকব্রাইন।
এর ফলে মুশফিক-লিটনের ব্যাটিং দাপট শেষে মিরপুরে দিনটা পুরোপুরি নিজের করে নিয়েছে বাংলাদেশের বোলাররা— আর আয়ারল্যান্ড তাকিয়ে আছে বাঁচার লড়াইয়ের দিকে।






























