শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২১ নভেম্বর ২০২৫, ২:৫১ অপরাহ্ন
শেয়ার

ভূমিকম্পে ঘোড়াশালের সাবস্টেশনে আগুন, ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ


Ghorashal

ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশের ঘোড়াশালে ভূমিকম্পে বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি বিভিন্ন দোকানপাটে সাজানো মালামাল পড়ে গিয়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় বাহিরে বের হতে গিয়ে ও মাথায় দোকানের মালামাল পড়ে প্রায় ২০ জন আহত হয়েছে।

এদিকে ভূমিকম্পে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ভূমিকম্পের পর ঘোড়াশালসহ পলাশে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিকল্প উপায়ে বিদ্যুৎ সঞ্চালন করার চেস্টা করছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।

ঘোড়াশাল বাজারের জুতার দোকানী আলম মিয়া বলেন, আমার দোকানে জুতাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিলো। ভূমিকম্প শুরু হলে সব কিছু দোকানের পড়ে গিয়ে আসবাবপত্র ভেঙে গেছে। আমার প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

একই বাজারের মুদি দোকানদার আসলাম মিয়া বলেন, আমার মুদি দোকানের কাচের মালামাল গুলো ভেঙে গেছে। আমি প্রথমে ভূমিকম্প বুঝতে পারিনি। মনে হয়েছে কেউ হামলা করেছে। পরক্ষণেই বুঝতে পেরেছি, এটি হামলা নয়, এটি ভূমিকম্প। তবে, বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি।

ঘোড়াশাল ঈদগাহ রোডের মারকাসুল সুন্নাহ তাহফিজুল কুরআন সুন্নাহ মাদ্রাসার পরিচালক মুফতি সালা উদ্দিন আনসারী বলেন, আমাদের ৬ তলা ভবনের ৪-৫ জায়গায় ফাটল দেখা দিয়েছে। শিক্ষার্থীরা ভয় পেয়ে আতঙ্কিত ছিলো।

এ ভবনের মালিক আমানউল্লাহ বলেন, ভূমিকম্পে আমার ভবনে কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছে। ভবনের সব দোকানপাট বন্ধ এখন। কেউ ভয়ে দোকান খুলছে না।