রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২২ নভেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
শেয়ার

বাংলাদেশের কাছে হেরে ‘হাস্যকর’ যুক্তি দেখাল ভারত


india-a

বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বাজে ভারতের। ছবি: সংগৃহীত

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। হারার পর ভারতের দলের সিদ্ধান্ত নিয়ে ওঠেছে প্রশ্ন। বিশেষ করে কেন সুপার ওভারে ব্যাটিংয়ের জন্য বৈভব সূর্যবংশীকে নামানো হয়নি তা নিয়ে।

ম্যাচ শেষে ভারত অধিনায়ক জিতেশ দাবি করেছেন, বৈভবকে না নামানোর কারণ ছিল তার পাওয়ার প্লে বিশেষজ্ঞ হওয়া। তিনি বলেন, “ওরা (বৈভব এবং প্রিয়াংশ আর্য) পাওয়ার প্লেতে দক্ষ। কিন্তু ডেথ ওভারে আমি, আশু (আশুতোষ শর্মা) এবং রমন (রমনদীপ সিং) মেরে খেলতে পারি। তাই সুপার ওভারে তিন ব্যাটারকে নামানোর সিদ্ধান্ত দলের এবং আমার ছিল।”

টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে-র প্রথম ছয় ওভারে ব্যাটারদের সুবিধা থাকে। বৈভব ম্যাচের প্রথম অংশে আক্রমণাত্মক ব্যাটিং করে এই সুবিধা কাজে লাগান। তবে শেষ ওভারে খেলতেও সক্ষম তার প্রমাণ দিয়েছেন চলমান টুর্নামেন্টে।

এ টুর্নামেন্টে বৈভব প্রথম ম্যাচে ৪২ বলে ১৪৪ রান করেছিলেন। পাকিস্তানের বিপক্ষে ৪৫ রান এবং ওমানের ম্যাচে ১২ রান করেছেন। শুক্রবারের ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩৮ রান। চারটি ম্যাচের মধ্যে দু’টিতে তিনি পাওয়ার প্লের পরও যথেষ্ট সময় খেলেছেন। তবু অধিনায়ক জিতেশের ব্যাখ্যা নিয়ে ক্রিকেটভক্তদের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে।