শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৩ নভেম্বর ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ন
শেয়ার

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৪


gaza

গাজায় ইসরাইলি হামলা থামছেই না। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেও থামছে না ইসরাইলের হামলা। ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলায় পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। শনিবার (২২ নভেম্বর) যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ইসরাইলি আক্রমণে শিশুসহ কমপক্ষে ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসের অভিযোগ—এই হামলাগুলো মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ হামলায় আরও অন্তত ৮৭ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উত্তর গাজা শহরে একটি গাড়িকে লক্ষ্য করে প্রথম হামলা চালায় ইসরাইল। এরপর মধ্য গাজার দেইর আল-বালাহ ও নুসাইরাত শরণার্থী ক্যাম্পেও বোমাবর্ষণ করা হয়।

আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মান্নার বলেন, ড্রোন হামলায় গাজা শহরে অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। দেইর আল-বালাহতে একটি বাড়িতে ইসরাইলি হামলায় এক নারীসহ তিনজন নিহত হওয়ার তথ্য দিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রতিবেদনে আরও বলা হয়, বেশিরভাগ হামলাই হয়েছে কোনো ধরনের সতর্কতা ছাড়াই। একইসঙ্গে ‘ইয়েলো লাইন’ অতিক্রমের অভিযোগ তুলে ফিলিস্তিনিদের ওপর গুলি চালাচ্ছে ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, ফিলিস্তিনি যোদ্ধারাই প্রথম হামলা করেছে, যার জবাবে রাফাহে তিন যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে, হামাস বলছে—ইসরাইলই ‘ইয়েলো লাইন’ লঙ্ঘন করে পশ্চিম দিকে অগ্রসর হয়েছে, যা যুদ্ধবিরতির প্রকাশ্য অমান্যতা। তারা আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে যে, এভাবে চলতে থাকলে যুদ্ধবিরতি ভেঙে পড়বে।

এ সময় ইসরাইলি নেতারা ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি হামাসকে ‘নিরস্ত্র’ করতে না পারে, তবে তেল আবিব নতুন করে অভিযান শুরু করতে পারে। যদিও চুক্তি অনুযায়ী, গাজা থেকে সেনা প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণের কথা বলা আছে, কিন্তু টানা ছয় সপ্তাহ ধরে হামলা থামছে না।