
ছবি: সংগৃহীত
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ এ দল। কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২৩ নভেম্বর) টস জিতে পাকিস্তান এ দলকে ব্যাটিংয়ে পাঠায় আকবর আলীর দল। ব্যাট হাতে নেমেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান; শেষ পর্যন্ত দলটি গুটিয়ে যায় মাত্র ১২৫ রানে।
ইনিংসের প্রথম বলেই ওপেনার ইয়াসির খান আউট হয়ে ফিরলে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ২ রানে বিদায় নেন তিন নম্বরে নামা মোহাম্মদ ফাইক। এরপর ২৫ রানের মাথায় আউট হন গাজী গৌরী। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় ইরফান খানের দল। সাতে নামা সাদ মাসুদই একটু আলোর ঝলকানি দেখালেন। ২৬ বলে ৩৮ রানের এক ঝোড়ো ইনিংস খেললেন বটে, বাকিরা কেউ তাঁকে সঙ্গ দিতে পারলেন না খুব একটা।
বাংলাদেশ এ দলের ডানহাতি পেসার রিপন মণ্ডল ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট বাঁহাতি স্পিনার রকিবুল হাসানের।
এর আগে রোমাঞ্চকর সেমিফাইনালে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ। জবাবে ভারতও করে ১৯৪ রান, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে দুর্দান্ত লড়াই করে ম্যাচ জিতে ফাইনালের টিকিট কেটে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫ রানে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান শাহীন্স। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৩ রান তোলে পাকিস্তান ‘এ’ দল। জবাবে ১৪৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা ‘এ’, ফলে ৫ রানের জয় নিশ্চিত করে পাকিস্তান।
সব মিলিয়ে লক্ষ্যটা থাকল বাংলাদেশের ব্যাটসম্যানদের একেবারে নাগালের মধ্যে। এখন দেখার অপেক্ষা বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারেন।






























