রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৪ নভেম্বর ২০২৫, ৯:২৫ অপরাহ্ন
শেয়ার

নুরাল পাগলার দরবারে হামলার মামলা প্রত্যাহারের আবেদন


Nural-Pagla

রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলার ঘটনায় দায়ের করা মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন মামলার বাদী। সোমবার দুপুরে বাদী নুরুল হকের শ্যালিকা শিরিন বেগম গোয়ালন্দ আমলি আদালতে আবেদন দাখিল করলে আদালত তা গ্রহণ করে আগামী ২২ ডিসেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেন।

বাদীপক্ষের আইনজীবী শরিফুল ইসলাম জানান, বাদী ও আসামিপক্ষের মধ্যে আপস-মীমাংসা হওয়ায় শিরিন বেগম মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। নুরুল হকের পারিবারিক সূত্রও আপসের বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৫ সেপ্টেম্বর গোয়ালন্দ বাজারের শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে ইমান আকিদা রক্ষা কমিটি ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশের পর দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নুরাল পাগলার দরবারে দফায় দফায় হামলা চালানো হয়। হামলাকারীরা ‘শরিয়তবিরোধী দাফন’–এর অভিযোগ তুলে নুরাল পাগলের লাশ কবর থেকে তুলে মহাসড়কের পদ্মার মোড়ে পুড়িয়ে দেয়। হামলায় পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা পরে মারা যান।

ঘটনার দুই মাস পর গত ১৩ নভেম্বর শিরিন বেগম ৯৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০০–৫০০ জনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়। এ ছাড়া রাসেল মোল্লার মৃত্যুতে তাঁর বাবা আজাদ মোল্লা ৮ সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানায় হত্যা, ভাঙচুর, লুটপাট ও লাশ উত্তোলনের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন, যেখানে সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। মামলায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ছাড়া পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ থানার এসআই সেলিম মোল্লা ৬ সেপ্টেম্বর রাতে আরও একটি মামলা করেন। ওই মামলায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাত আসামি করা হয়, যেখানে এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।