
দুর্যোগে এখন পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে
ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভারী বর্ষণে মারাত্মক বন্যাদুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কা। দুর্যোগে এখন পর্যন্ত ১৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। পরিস্থিতি মোকাবিলায় শনিবার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।
একই সঙ্গে আন্তর্জাতিক সহায়তার জন্য আহ্বান জানিয়েছে কলম্বো। দেশজুড়ে বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত ৭৮ হাজার মানুষের জন্য সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ সব উদ্ধারকারী বাহিনী মাঠে নেমেছে জরুরি সহায়তা নিশ্চিত করতে।
ডিএমসির মহাপরিচালক সম্পাথ কোটুউইগোদা জানান, “আমরা ১৩২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি, নিখোঁজ রয়েছেন ১৭৬ জন।” তিনি বলেন, দেশের তিন বাহিনী মোতায়েন করায় উদ্ধার অভিযান আরও জোরদার হয়েছে।
শনিবার টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে সামরিক বাহিনী অনুরাধাপুরা জেলায় আটকে পড়া এক জার্মান পর্যটকসহ ৬৯ জন বাসযাত্রীকে উদ্ধার করেছে। অভিযানে হেলিকপ্টার ও নৌবাহিনীর নৌযান ব্যবহার করা হয়।
সূত্র: এএফপি






























