শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ফিচার ১৪ জানুয়ারী ২০১৫, ৯:৫৬ অপরাহ্ন
শেয়ার

হিজাবেও রেহায় পেলেন না তারা!


selfie

জনপ্রিয় তরুণী অভিনেত্রী মেহজাবীন, ভাবনা, হাসিন রওশান, তাসিন। তারা একসঙ্গে দল বেঁধে মঙ্গলবার গিয়েছিলেন বাণিজ্য মেলায়। ভক্ত আর সাধারণ মানুষের চোখ থেকে আড়াল হতে তারা প্রত্যেকে হিজাব পরেছিলেন।

কিন্তু তাতেও রক্ষা হলো না এই অভিনেত্রীদের। ভক্ত আর সাধারণ মানুষ ঠিকই চিনে ফেলে তাদের। তারপর যা হবার তাই হলো।

একসঙ্গে ছবি তোলা, অটোগ্রাফ সবই করতে হলো তাদের। অভিনেত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রিয় উপস্থাপিকা ফারহানা নিশো।