শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৯ ডিসেম্বর ২০১৫, ৮:২৪ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় নৈশভোজে বাংলাদেশিদের ‘মিষ্টি বউ’রা


মালয়েশিয়ায় বাংলাদেশিদের সংখ্যা দিন দিনই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মালয়েশীয়দের কাছে বাংলাদেশিদের ভাবমূর্তিও। আর মালয়েশিয়ায় বাংলাদেশিদের এই সফলতার পেছনে আছেন তাঁদের স্ত্রীরা, যাঁরা জাতিতে মালয়ী হলেও মনে-প্রাণে বাংলাদেশি বউ। এমনই কয়েকজন স্ত্রী মিলে সেখানে ‘কেলাব স্ত্রী’ বা কেআইবি নামে একটি সংগঠন গড়ে তুলেছেন। বাংলায় যাকে বলা যায় ‘মিষ্টি বউ’দের সংগঠন। গত শনিবার কুয়ালালামপুরের গ্র্যান্ড কন্টিনেন্টালে ‘কেলাব স্ত্রী’-এর উদ্যোগে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হয়।

তো চলুন দেখে নেয়া যাক ‘মিষ্টি বউ’দের নৈশভোজের কিছু ছবি। ছবি তুলেছেনঃ কায়সার হামিদ হান্নান, সৌজন্যেঃ এনটিভিবিডিmisti-bou

misti-bou

misti-bou

misti-bou

misti-bou

misti-bou

misti-bou

misti-bou