রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৫ জুন ২০১৭, ৪:৩৫ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের খণ্ডিত লাশ উদ্ধার


malaysiaমালয়েশিয়ার কেদাহ প্রদেশের একটি বাড়ী থেকে আজাদ (৩৮) নামে এক বাংলাদেশি শ্রমিকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার রাত একটার দিকে কেদাহ প্রদেশের সুঙ্গাই পেতানির কাম্পুং লেবাইমানের একটি ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। আজাদকে কয়েক টুকরো করে পাশবিকভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেদাহ পুলিশের প্রধান পুলিশ কমিশনার আসরি ইউসুফ বলেন, নিহত আজাদের বাবার নাম মফিয়ান উদ্দিন। তার খণ্ডিত লাশ তিনটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা হয়েছিলো। একতলা বাড়ির রান্না ঘরের মধ্যে বস্তাগুলি লুকিয়ে রাখা হয়েছিলো।

তিনি আরও বলেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টার দিকে ভুক্তভোগীর গার্লফ্রেন্ড স্থানীয় পুলিশকে বিষয়টি অবহিত করলে ওই বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের দুই বাংলাদেশি রুমমেট মোঃ জুলফিকার (৩৭) ও নুর (৫০) কে খুঁজছে পুলিশ। জুলফিকার খাবারের দোকানে হেল্পারের কাজ করতো এবং নুর ফ্যাক্টরি শ্রমিক বলে জানা গেছে।

পরে এক সংবাদ সম্মেলনে আসরি ইউসুফ বলেন, পলাতক দুইজনকে ধরতে সাধারণ জনগণের সহায়তা চাওয়া হয়েছে। আশা করা হচ্ছে তারা গ্রেফতার হলে হত্যার মূল রহস্য উম্মোচিত হবে।