রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৪ জুন ২০১৭, ১:১৫ অপরাহ্ন
শেয়ার

আমিরাতের আট রাজকুমারীর কারাদণ্ড


uaeএক দশক ধরে বিচার চলার পর সংযুক্ত আরব আমিরাতের আট রাজকুমারীকে শুক্রবার কারাদণ্ড দিয়েছেন বেলজিয়ামের একটি আদালত। খবর এনডিটিভির।

দীর্ঘ সময় ধরে বিচার চলাকালে কোনো রাজকুমারীই আদালতে হাজির ছিলেন না। ১০ বছর আগে বেলজিয়ামের ব্রাসেলসে বিলাসবহুল হোটেল কর্মীদের সঙ্গে রূঢ় আচরণ করায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বেলজিয়াম কর্তৃপক্ষ।

দণ্ডপ্রাপ্ত আট রাজকুমারী সংযুক্ত আরব আমিরাতের ক্ষমতাসীন আল নাহিয়ান পরিবারের সদস্য। সংশ্লিষ্ট আইনজীবী স্টিফেন মনোদ জানান, ১৫ মাসের কারাদণ্ড দেয়ার পাশাপাশি রাজকুমারীদের জরিমানাও করা হয়েছে।