‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’র সফল আয়োজনের পর এবার বাংলাদেশের যুবকদের জন্য আসছে ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’। এ তথ্য জানিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ বাংলাদেশ পর্বের আয়োজক প্রতিষ্ঠান অন্তর শো-বিজের কর্ণধার স্বপন চৌধুরী।
কবে থেকে শুরু হবে এ আয়োজন সে বিষয়ে স্বপন চৌধুরী বলেন, ‘এ বিষয়টি এখনই বলতে চাচ্ছি না। পরিকল্পনা আছে। পরিকল্পনাটি নিয়ে কাজ করে যাচ্ছি। সকল কিছু ঠিকঠাক হলে বিস্তারিত জানাবো।’
স্বপন চৌধুরী আরো বলেন, শুধু মিস্টার ওয়ার্ল্ড নয়, মিসের ওয়ার্ল্ড নিয়েও আমারদের চিন্তা ভাবনা রয়েছে। বিনোদন বা শোবিজ জগতের মাধ্যমে দেশকে এবং দেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে তুলে ধরতে কাজ করে যাচ্ছি আমরা।’
তিনি বলেন, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হচ্ছে এর প্রথম ধাপ। এই ইভেন্টের সফল আয়োজন আমাকে আরো অনুপ্রাণিত করেছে পরবর্তীতে মিস্টার ওয়ার্ল্ড ও মিসেস ওয়ার্ল্ড এর মতো আয়োজনে বাংলাদেশকে সম্পৃক্ত করতে।’
সূত্র: সময় টিভি





















