মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৭ নভেম্বর ২০১৭, ৮:২০ অপরাহ্ন
শেয়ার

হঠাৎ অসুস্থ অপু বিশ্বাস, চিকিৎসার জন্য গেলেন কলকাতায়


opu-bissasহঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি চিকিৎসা নিতে আজ সকালের ফ্লাইটে উড়াল দিয়েছেন কলকাতায়। অপুর ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে অপু বিশ্বাস তার বাসায় পা পিছলে পড়ে যান। এতে তিনি পায়ে এবং কোমরে আঘাত পান। ফলে আজ সকালেই তিনি চিকিৎসার জন্য কলকাতায় গেছেন। এর আগে অপু বিশ্বাস কলকাতার যে চিকিৎসকের কাছে চিকিৎসা ও নিয়মিত চেকআপ করতেন এবারও সেই ডাক্তারের শরণাপন্ন হয়েছেন।

তবে অপুর সঙ্গে কলকাতায় কে বা কারা গেছেন এ বিষয়য়ে কিছু জানা যায়নি। সম্প্রতি অপু বিশ্বাস দুটি ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছে। ছবি দুটি হচ্ছে- কাঙাল ও কানা গলি। শিগগিরই দুই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

নিউজ পাওয়া যায়নি